রবিবার ২৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৭Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ২ (বিষ্ণু, হিজাজি)
কেরল ব্লাস্টার্স - ১ (দানিশ)
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর ক্লাবের নামের প্রতি সুবিচার। যুবভারতীতে জ্বলল মশাল। হারের হ্যাটট্রিকের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল অস্কার ব্রুজোর দল। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট ইস্টবেঙ্গলের। দীর্ঘদিন পর কমপ্লিট ফুটবল উপহার দিল লাল হলুদ ব্রিগেড। শুধু জয়ই নয়, যুবভারতীর সমর্থকরা দেখল দৃষ্টিনন্দন ফুটবল। দ্বিতীয়ার্ধের শুরুর কিছুটা সময় বাদ দিলে বাকি সময়টা ইস্টবেঙ্গলের। যেমন আক্রমণ, তেমন রক্ষণ। ইস্টবেঙ্গলের গোলদাতা পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের। মুম্বই ম্যাচের প্রায়শ্চিত্ত করেন জর্ডানের ডিফেন্ডার। প্রশংসা করতেই হবে অস্কার ব্রুজোর। তাঁর স্ট্র্যাটেজিতে কার্যত অকেজো আদ্রিয়ান লুনা, জিসেস জিমিনেজ, নোয়ারা। পুরোনো দলের বিরুদ্ধে গোল না পেলেও ওয়ার্কলোড নেন দিমি। ইস্টবেঙ্গলের চতুর্ভুজে ছারখার কেরল ব্লাস্টার্স। বিপজ্জনক দেখায় নাওরেম মহেশ এবং রিচার্ড সেলিসকে। তেমনই সক্রিয় ক্লেইটন এবং ডিয়ামানটাকোস। তাতেই ম্যাচের ভাগ্য গড়ে যায়। আগের দিন অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন ভেনেজুয়েলান। এদিনও ভাল খেলেন। এই ইস্টবেঙ্গল দলে যেন মিসিং লিংক সেলিস। তবে আরেকজনের কথা না বললেই নয়। তিনি পিভি বিষ্ণু। অনবদ্য গোল করলেন। সঙ্গে পরিণত ফুটবল। গতি দিয়ে কেরল রক্ষণে একাধিকবার ত্রাস সৃষ্টি করেন।
অস্কার ব্রুজোর জমানায় সাধারণত দ্বিতীয়ার্ধে জ্বলে উঠতে দেখা যায় ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে বিপক্ষকে মেপে সাবধানী ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। কিন্তু শুক্র সন্ধেয় সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রথমার্ধে দাপুটে ফুটবল ইস্টবেঙ্গলের। বিরতিতে গোল সংখ্যা আরও বাড়তে পারত। ক্লেইটন এবং ডিয়ামানটাকোসকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান অস্কার। প্রথম থেকেই দুই বিদেশি স্ট্রাইকার নজর কাড়েন। দু'জনের মধ্যে বোঝাপাড়াও ভাল। অনেকটা নীচে নেমে মাঝমাঠকে সাহায্য করতে দেখা যায় ব্রাজিলীয়কে। দুই প্রান্তে অনবদ্য বিষ্ণু এবং সেলিস। ইস্টবেঙ্গলের দাপটে প্রথম ৪৫ মিনিটে গোল লক্ষ্য করে একটিও শট নেই কেরলের। তবে বেশ কয়েকটা সুযোগ পায় লাল হলুদ।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম চান্স। মহেশের পাস থেকে ডিয়ামানটাকোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান শচীন সুরেশ। তার দু'মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত কলকাতার প্রধান। ম্যাচের ১৬ মিনিটে ক্লেইটনের গড়ানো ফ্রিকিক তালুবন্দি করতে পারেনি কেরল কিপার। তাঁর হাত থেকে বেরিয়ে যাওয়া বলে পা ছোঁয়ালেই গোল। কিন্তু পৌঁছতে পারেননি সেলিস। ডিয়ামানটাকোস পৌঁছনোর আগে বল বেরিয়ে যায়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। মাঝমাঠ থেকে বল বাড়ান ক্লেইটন। বিষ্ণু ডান পায়ে রিসিভ করে বিপক্ষের একজন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ের আলতো টোকায় গোলে রাখেন। দারুণ ফিনিশ। তারপর তীর-ধনুকের ভঙ্গিতে অভিনব সেলিব্রেশন। শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচের চারটিতেই হেরেছে কেরল। এদিন প্রথমার্ধের খেলা দেখে মনে হয়নি তাঁরা জিততে চায়। গোলের আরও সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৬ মিনিটে ডিয়ামানটাকোসের পাস থেকে ক্লেইটনের শট বাঁচান বিপক্ষের কিপার। বেশ কয়েকদিন পর ম্যাচের শুরু থেকেই সক্রিয় দেখায় লাল হলুদের দুই বিদেশি স্ট্রাইকারকে। ভাগ্য সঙ্গে থাকলে বিরতির আগেই ব্যবধান বাড়ত। ম্যাচের ৩৭ মিনিটে সেলিসের দূরপাল্লার শট পোস্টে লাগে।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে কেরল। মূলত বাঁ দিক থেকে আক্রমণে উঠছিলেন নোয়া। কিন্তু গোল লক্ষ্য করে পজিটিভ শট প্রায় নেই বললেই চলে। ম্যাচের ৬০ মিনিটে একটি সুযোগ আসে। কিন্তু নোয়ার শট বাইরে যায়। তার আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে ডিয়ামানটাকোসের শট তালুবন্দি করেন কেরল কিপার। গোটা ম্যাচেই আধিপত্য ছিল লাল হলুদের। ম্যাচের ৭০ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করার সুযোগ পেয়েছিলেন বিষ্ণু। কিন্তু ফাইনাল পাসের আগেই বল ক্লিয়ার হয়ে যায়। তবে তার দু'মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ে। ৭২ মিনিটে ২-০ করেন হিজাজি মাহের। মহেশের কর্নার থেকে হেডে গোল। শেষদিকে চাপ সৃষ্টি করার চেষ্টা করে কেরল। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান কমান দানিশ ফারুক। কিন্তু শেষমেষ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে ইস্টবেঙ্গল। শেষলগ্নে ক্লেইটন জোড়া সুযোগ মিস না করলে ব্যবধান বাড়তে পারত। তবে তিন পয়েন্ট পেয়ে ম্যাচ শেষে স্বস্তির বিশ্বাস ফেলেন ব্রুজো।
#East Bengal#Kerala Blasters#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কেরল জয়ের পরে প্লে অফে খেলার ব্যাপারে আশাবাদী ক্লেটন, কী বলছেন তিনি? ...
টানা চার ম্যাচ অপরাজিত মহমেডান, আজ সামনে মুম্বই ...
রিয়ালের জার্সিতে এমবাপের প্রথম হ্যাটট্রিক, উড়ে গেল ভায়াদোলিদ ...
ক্রিকেট কেরিয়ার দীর্ঘ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া দরকার, বলে দিলেন অশ্বিন ...
রঞ্জির আগে কড়া প্রস্তুতিতে বিরাট, মুম্বইয়ে এই ভারতীয় কোচের সঙ্গে দেখা গেল কোহলিকে...
গোটা ইনিংসে কোনও পেসার বলই হাতে নিলেন না, কী এমন ঘটল? দক্ষিণ আফ্রিকার লিগে ঘটে গেল নজিরবিহীন ঘটনা...
ক্যাম্পে থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা, ফুটবলের উন্নতির লক্ষ্যে নয়া উদ্যোগ ভবানীপুর এফসির...
ত্রাতা হলেন তিলক ভার্মা, রুদ্ধশ্বাস ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারত...
পদ্মভূষণ শ্রীজেশ, পদ্মশ্রী অশ্বিন-বিজয়ন
জাতীয় গেমসে পদক পেলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য সরকারের...
জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...
জয়ে ফেরায় স্বস্তিতে, বিষ্ণুকে জাতীয় দলে দেখতে চান ব্রুজো...
লাইভ স্ট্রিমে আরসিবির সমর্থকের মুখ বন্ধ করলেন কুলদীপ, কী বললেন? ...
কোহলিরা না পারলেও, পারলেন স্মৃতিরা! আইসিসি বর্ষসেরা দলে জায়গা হল ভারতের মেয়েদের...
'মাঠের বাইরের ইস্যু প্রভাব ফেলছে,' বিরাটের ছন্দপতনের রহস্য খুঁজলেন প্রাক্তন অজি তারকা...
দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য, ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...
সুপার সিক্সের আশা ছাড়ছেন না, হারের হ্যাটট্রিক ভুলে জয়ে ফিরতে বদ্ধপরিকর অস্কার...
বিশ্বজয়ের ওয়াংখেড়ে যখন গিনেস বুকের পাতায়, কারণ জানলে অবাক হতে পারেন...
দুর্দান্ত লড়াই জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজ, সামনে সাবালেঙ্কা ...